প্রকাশিত: Sat, Dec 16, 2023 7:03 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:22 PM

বোয়ালমারীতে মাত্র দু' টাকাতেই মিলছে গরম সিঙ্গাড়া

সনতচক্রবর্ত্তী: [] সরেজমিনে গিয়ে দেখা যায়,চরবর্নী বাজারে  দীর্ঘদিন ধরে টাকা দামে সিঙ্গাড়া  বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন আবদুল্লাহ

[] সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব জিনিসপত্রের দাম এরপরও গত ১৫ বছর ধরে দুই টাকা দামের সিঙ্গারা বিক্রি করে আসছেন উপজেলার চরবর্নি গ্রামের আবদুল্লাহ সেখ কম দামের পাশাপাশি সুস্বাদু মচমচে এই সিঙ্গারার চাহিদাও অনেক বেশি প্রতিদিন বিকাল  ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিক্রি করেন গড়ে দেড় পাঁচ শত সিঙ্গারা

[] প্রতিদিন দোকান খুলে দুই টাকা দামের সিঙ্গারা বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে  সংসার চালাতে হয় আবদুল্লাহ

[] শুধু এলাকারই নয়, দূর-দূরান্ত থেকে সিঙ্গারা খেয়ে যান আবদুল্লাহ  দোকান থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং বড়রা বসে দাঁড়িয়ে খান তার সিঙ্গারা আবার কেউ কেউ নিয়ে যান বাড়িতেও

[] সিঙ্গাড়া কিনতে  আসা কলেজ ছাত্র আজিজ মোল্লা  ক্রেতা  জানান, আমি প্রায় প্রতিদিনই এই দোকানে এসে সিঙ্গাড়া এখানকার সিঙ্গারা খুবই সুস্বাদু সিঙ্গারার মূল্য মাত্র দুই টাকা পিস তিনি আরও বলেন, শীত, গ্রীষ্ম, বর্ষাকাল কিংবা হোক না কেন প্রতিদিনই খোলা থাকে সিঙ্গারার এই দোকান

[] সিঙ্গারার দোকানের মালিক মো আবদুল্লাহ  জানান, স্বল্প মূল্যের সিঙ্গারা এই দোকানে তৈরি করা হয় ক্রেতার চাহিদা মোতাবেক প্রতিদিন দের - শত পিস সিঙ্গারা তৈরি করা হয় সিঙ্গারার মূল্য দুই টাকা পিস